Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ইউনিয়ন পর্যায়ে ডিআরআর পরিকল্পনা সমন্বয় সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি ও দুর্যোগ মোকাবেলা ( ডিআরআর) কার্যক্রম প্রস্তুত পরিকল্পনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার সকালে লিডারশিপ টু এনশিউর এড্ইকুয়েট নিউট্রিশন এর সহযোগিতায় দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি কমানোর লক্ষ্যে সমন্বয় সভায় ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে লিডারশিপ টু এনশিউর এড্ইকুয়েট নিউট্রিশন ( লীন) জেলা প্রজেক্ট ম্যানেজার আলো প্রিয় চাকমা, চেঙ্গী মৌজা হেড ম্যান ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শান্তি ময় চাকমা, আইডিএফ প্রজেক্টের ডিআরআর এক্সপার্ট শংকর কুমার বিশ্বাস, উপজেলা কো অর্ডিনেটর ( লীন) ডরথি চাকমা, ইউপি সদস্য- সদস্যাগন, স্থানীয় নেতৃস্থানীয় ব্যাক্তি বর্গ, সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

 

সভায় পার্বত্যাঞ্চলের স্থানীয় পর্যায়ের দূর্যোগ সমুহের সুবিধা প্রদান এবং দূর্যোগের আগে -পরে পুষ্টির চাহিদার উপর দৃষ্টি রেখে গ্রাম ভিত্তিক দূর্যোগ ঝুঁকি হ্রাসের পরিকল্পনা প্রস্তুত করে বিশেষ করে পাহাড়ি ঢল, বন্যা, পোকা মাকড়ের আক্রমণ, নদী ভাঙন, খরা, কাল বৈশাখী ও ঘুর্ণিঝড়, পাহাড় ধ্বস , পানীয় জলের ব্যবস্থাপনা সহ প্রতিরোধ বিষয়ে আলোচনায় উঠে আসে। একই সাথে যোগাযোগ ব্যবস্থা,কালভার্ট,বাঁধ ও আশ্রয়ন কেন্দ্র নির্মান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।

Related Articles

Back to top button