Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ,খাগড়াছড়ি : ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে জেলার পানছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সংলগ্ন মাঠ ছাউনিতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসাবে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ , মহিলা বিষয়ক কর্মকর্তা মনিতা বড়ুয়া, মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব , সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত চৌধুরী ,ইউপি চেয়ারম্যান আহির উদ্দিন, প্রভাষক ত্রিরতন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্টানের প্রধান গন ও বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়েগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচর কমিশিন ও মাবিধাকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ, দক্ষতা ও পেশা দায়িত্ব নিশ্চিতের পাশাপশি গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুন্ন রাখতে হবে। দেশের প্রতিটি সেক্টরের জবাব দিহিতা থাকতে হবে। আমাদের আজকের শপথ হোক নিজে দুর্নীতি করব না এবং অন্যকেউ দুর্নীতি করলে বা করার চেষ্টা করলে প্রতিবাদ করব।

 

Related Articles

Back to top button