Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত

বাইসাইকেল ও শীতবস্ত্র বিতরণ, মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার সাদাত পানছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা চেঙ্গী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, উপজেলা হাসপাতালে চিকিৎসক ও বেড সংকট নিরসন, সম্ভাবনাময় স্থানীয় উন্নয়ন ও পর্যটন স্পট গড়ে তোলা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

 

 

জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের কাজ আরও গতিশীল করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

তিনি আরও বলেন, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। কৃষিপণ্য পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

 

 

এদিন জেলা প্রশাসক পানছড়ি থানা, একটি ভোট কেন্দ্র, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় এবং নালকাটা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

 

 

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন পানছড়ির ব্যবস্থাপনায় গ্রাম পুলিশের মাঝে ৪৯টি বাইসাইকেল, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫ জনকে (প্রতি জনকে ২ বান্ডিল করে) ঢেউটিন এবং ২০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

 

গ্রাম পুলিশ সদস্য ইসমাইল বলেন, “ বাইসাইকেল বিতরণের ফলে আমাদের কাজ আরও সহজ ও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন তথ্য দ্রুত গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

 

আলোচনা সভায় ৩ বিজিবির সহকারী পরিচালক আব্দুল মতিন, সহকারী কমিশনার দুর্জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরুপ চাকমা, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, থানার প্রতিনিধি এসআই সদানন্দ বৈদ্য, উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি জাকির হোসাইন, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী তালুকদার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button