Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
পানছড়িতে ৩ বিজিবি-র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মধ্য নগর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন ।
শনিবার দিবাগত রাতে হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে পাচারকৃত সেগুন কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত কাঠ সমুহ রবিবার২৬ অক্টোবর উদ্ধারকৃত কাঠ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় বন ও পরিবেশ রক্ষায় অবৈধ কাঠ পাচার, অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণ জানান, পাহাড়ি এলাকায় অবৈধভাবে বন উজাড় বন্ধে বিজিবির এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী।




