Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে সেনা জোনে হেডম্যান-কারবারিদের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের উদ্যোগে স্থানীয় হেডম্যান, কারবারি, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অংশগ্রহণে হেডম্যান-কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ অক্টোবর ২০২৫,শনিবার সকালে পানছড়ি সাবজোনের এমটি পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, খাগড়াছড়ি জোন।

 

 

স্থানীয় কারবারিরা নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন, রাস্তা সংস্কার, স্কুল, ধর্মীয় উপাসনালয় ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানান।এছাড়াও বুদ্ধরাম পাড়ার এক হুইল চেয়ার-নির্ভর ৩০ বছর বয়সী অসুস্থ যুবকের জন্য সহযোগিতা কামনা করা হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করছে। পাহাড়ে কিছু বিছিছন্নতাবাদী ত্রাস চালিয়ে চাঁদা আদায় করছে। স্যোশ্যাল মিডিয়ায় নানাহ গুজর চড়াচ্ছে। গুজবে কান দেবেন না। বরং আমরা সবাই এই এলাকার শান্তি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করছি। সেনাবাহিনী সর্বদা স্থানীয় জনগণের কল্যাণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।আমরা আপনাদের স্থানীয় সমস্যার কথাগুলো শুনলাম। অচিরেই এর সমাধানের চেষ্টা করবো।

 

সম্মেলন শেষে উপস্থিত সবাই পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, সমর বিকাশ চাকমা, প্রত্যুত্তর চাকমা প্রমুখ সহ ইউপি সদস্য সদস্যা, হেডম্যান কার্বারীগন ,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button