পানছড়িতে সাবেক প্রধান শিক্ষক অলি আহাম্মদের অবসর সংবর্ধনা

পানছড়ি,খাগড়াছড়ি:
দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অলি আহাম্মদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকালে পানছড়ির মায়া কানন রেস্টুরেন্টে সাবেক ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীবৃন্দের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কবি ইউসুফ আদনান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সাবেক শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে অলি আহাম্মদ স্যারের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান স্মরণ করে বলেন, তিনি শুধু একজন শিক্ষক নন, একজন আদর্শ মানুষ গড়ে তোলার কারিগর। তাঁর শিক্ষা ও আদর্শ আগামী প্রজন্মকে আলোকিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংবর্ধনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।




