পানছড়িতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
পানছড়ি উপজেলাধীন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার বিকালে পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় দেবালয় মন্দির সভাপতি অর্জুন সাহার সভাপতিত্বে উপজেলাধীন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জনাব মোঃ ওয়াদুদ ভূইয়া সাবেক সংসদ সদস্য, সভাপতি, জেলা বিএনপি, খাগড়াছড়ি।
এ সময় বক্তরা বলেন ,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জেলা ও উপজেলা বিএনপি সর্বদা পাশে থাকবে। জন মানুষের নেতা ওয়াদুদ ভুইয়া পুর্বেও সকল সম্প্রদায়ের সাথে মিলেমিশে কাজ করেছেন আগামীতেও নির্বাচিত হলে একসাথে কাজ করবেন। এসময় সকলকে ঐক্যমতে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানানো হয়। ।
সভায় খাগড়াছড়ি জেলা বিএনপি-র সাধারণ সম্পাদক এম এন আবছার , জেলা বিএনপি-র সহ সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন, জেলা বিএনপি-র যুগ্ন সম্পাদক অনিমেশ চাকমা রিংকু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার , জেলা সনাতন সমাজ-কল্যাণ পরিষদের আহকায়ক নির্মল দাস ,পানছড়ি উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী সহ জেলা- উপজেলা বিএনপি-র নেতৃবৃন্ধ ও পূজা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।