Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

 

১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযুদ্ধা বাসেদ মিয়া।

 

 

এসময় বক্তারা বলেন, ৫৪ বছর আগে আজকের এই দিনে পাক হানাদার বাহিনী বেছে বেছে মেধাবীদের উপর নারকীয় হত্যাকান্ড চালায়। কিন্তু বাংলাদেশকে দমিয়ে রাখা সম্ভব হয়নি।

 

অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, বীরমুক্তি যোদ্ধা বাসেদ মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা,আনন্দ জয় চাকমা, ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈষ্ণ , উপজেলা ভেটেরিনারি সার্জন কবির আহাম্মদ, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ,জামায়াতে ইসলামী পানছড়ি শাখার সভাপতি জাকির হোসাইন, উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button