পানছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ ২০২৫ , সোমবার দুপুর বারোটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় চেঙ্গী নদীতে বাজারের জবাইকৃত মুরগীর ময়লা, ন্যাপ্পি বাজারের ময়লা ও পলিথিন সহ বিভিন্ন আবর্জনা ফালানোর ফলে পানি দুষিত হয়ে রোগ জীবানু চড়াচ্ছে। ফুটপাত অবৈধ দখলের কারনে সড়কে জ্যাম থাকে মর্মে সভাকে অবহিত করা হয়। একই সাথে ফুটপাত দখলমুক্ত ও পানি দুষন থেকে বাঁচার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু নজর কামনা করা হয়। এছাড়াও মাদক, চোরাচালান , শিশু ও নারী নির্যাতন/পাচার রোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ সকলের সহযোগীতা কামনা করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈষ্ণব, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পানছড়ি উপজেলা সেক্রেটারী মোঃ ইব্রাহিম খলিল, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগন রিপোর্টার্স ইউনিট ও প্রেসক্লাবের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।