পানছড়িতে ভারতীয় মদ ও পন্য সহ তিনজন আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে ভারতীয় মদ ও অবৈধ ভাবে আনা মালামাল সহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ ।
শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাজমুল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় কলোনী পাড়া এলাকায় লোগাং পানছড়ি সড়কে ৩৯ বোতল ভারতীয় মদ, ভারতীয় বিভিন্ন পণ্য সহ একটি সিএনজি আটক করা হয়। সুত্র জানায়, উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা।
পুলিশ সুত্রে জানায়, আটককৃতরা পানছড়ি উপজেলার সুতকর্মা পাড়ার রমেস বিকাশ চাকমার ছেলে সুরেশ চাকমা(৩২), ঝাগুরনালা গ্রামের প্রবিন চাকমার স্ত্রী প্রভাতি চাকমা (৫০) ও দীঘিনালা উপজেলার বড়াদাম এলাকার প্রিয় জ্যোতি চাকমার স্ত্রী হেপী চাকমা(৩৮) সিএনজি টেক্সি যোগে অবৈধ মালামাল নিয়ে খাগড়াছড়ি যাওয়ার সময় তাদের আটক করা হয়।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ,কোন চোরা কারবারিদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৫ অক্টোবর ২০২২ শনিবার আটককৃত আসামীদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।