Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বিজিবি সেক্টর কমান্ডার এর দুর্গাপূজা মন্ডপ সমূহ পরিদর্শন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
জেলার পানছড়ির দুর্গম এলাকায় শারদীয় দূর্গা পূজা মন্ডপ সমুহ বিজিবি সেক্টর কমান্ডার খাগড়াছড়ি ও ৩ বিজিবি অধিনায়ক পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় করেন।

 

৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার দুপুরে আদি ত্রিপুরাপাড়া দূর্গা মন্দির,লোগাং বাজার বিগ্রহ কালী মন্দির পূজা মন্ডপ সহ বেশ কয়েকটি পূজা মন্ডপ সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার, কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম,এসপিপি, পিএসসি, ও ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি।পরিদর্শনকালে সেক্টর কমান্ডার শারদীয় দূর্গা পূজা-২০২৪ উপলক্ষে পানছড়ি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নিমিত্তে বিজিবি-র সার্বক্ষণিক মোবাইল টহল ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে বলে পূজা মন্ডপের সার্বিক দায়িত্বরত সকলকে আশ্বস্থ করেন। এছাড়াও বর্তমানে পানছড়ি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং চলমান রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

 

এ সময় সেক্টর কমান্ডার ,শারদীয় দূর্গা পূজার অগ্রীম শুভেচ্ছা এবং নির্বিঘ্নে ও নির্ভয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদ্যাপন করার জন্য আহবান জানান।

 

লোগাং বাজার পুজা উদযাপন কমিটির সম্পাদক জনি সাহা বলেন, সকলের সহযোগিতায় আমরা দুর্গাপুজো উৎসবকে আরো নির্বিঘ্নে ও নির্ভয়ে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উপভোগ্য করতে পারবো এমন প্রত্যাশা করছি। এছাড়াও সকল প্রশাসন আমাদের সকল প্রকার সহযোগিতা করছেন।

Related Articles

Back to top button