Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

পানছড়িতে প্রত্যন্ত এলাকার দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ির প্রত্যন্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল টিম দিনব্যাপি বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন।

 

১০ মার্চ ২০২৫ সোমবার দিনব্যাপি উল্টাছড়ি ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর ছয় শতাধিক লোক বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করেন।

 

এ সময় মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন রিদওয়ান আহমেদ, ক্যাপ্টেন লাবনী জামান ও পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা।

এ সময় আলী নগর, মুসলিম নগর, জিয়া নগর,ওমর পুর, রসুলপুর, উল্টাছড়ি এলাকার চিকিৎসা বঞ্চিত দুঃস্থ অসহায় লোকজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করেন।

চিকিৎসা সেবা গ্রহন করতে আসা বদর উদ্দিন, হালিমা বেগম, নাসরীন সুলতানা, হাবিবুর রহমান সহ অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর এহেন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে এ ধরনের চিকিৎসা সেবামূলক কার্যক্রম এই এলাকায় প্রথম। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তাদের অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানান।

 

মেডিকেল ক্যম্পেইন পরিচালনায় সার্বিক তত্বাবধানে থাকা ৩০ বীর পানছড়ি সাবজোন অধিনায়ক মেজর মোঃ রিফাত হোসাইন, পিএসসি চিকিৎসা সেবায় আগত লোকজনদের উদ্যেশ্য করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ মাতৃকার সেবায় নিয়োজিত। আপনাদের পাশে আমরা আছি। যে কোন প্রয়োজনে ও সহযোগিতায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। জনকল্যনমুখী এরুপ কার্যক্রম ভবিষ্যতে ও চলমান থাকবে।

Related Articles

Back to top button