খাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতি

পানছড়িতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং সদর ইউনিয়নের আওতাধীন শনটিলা গ্রামে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) ৩নং শনটিলা ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব ওয়াদুদ ভূইয়া মহোদয়ের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

 

 

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মোঃ মাহবুবুল আলম সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির শিকদার, সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহিদুর রহমান ওয়াসিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফসার এবং জেলা যুবদলের যুবনেতা মোঃ আব্দুল জব্বার।

 

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা যুবদল ও শনটিলা এলাকার বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং শনটিলা ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন এবং সঞ্চালনা করেন পানছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি।

 

 

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী জনাব ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Related Articles

Back to top button