Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে দু’দিন ব্যাপি গ্রাম্য পুলিশ বাহিনীর সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দু’দিন ব্যাপি গ্রাম্য পুলিশ বাহিনীর সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

পানছড়ি উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ (সকল) এর আয়োজনে ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার সকালে উপজেলা নির্বাহি অফিসার মৌমিতা দাশ গ্রাম্য পুলিশ বাহিনীর সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষনের উদ্বোধন করেন। ৮ ডিসেম্বর ও ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার দু’দিন ব্যাপি গ্রাম প্রতিরক্ষা বিষয়ক, কৃষি , মৎস্য ও প্রানী সম্পদ উন্নয়নে প্রশিক্ষনে শিক্ষা প্রদান করা হবে বলে জানা যায়।

 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুমেন চাকমা,উপজেলা মৎস্য বর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া ও উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ প্রমুখ প্রশিক্ষনের বিভিন্ন বিষয়ের আলোকে আলোচনা করেন।

 

এ সময় চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা সহ গ্রাম্য পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button