পানছড়িতে চাকসু নির্বাচনে বিজয়ী মনসা ত্রিপুরাকে সংবর্ধনা ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
”গুনগত শিক্ষা,প্রযুক্তিগত দক্ষতা, জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ দশকের চ্যালেন্জ মোকাবেলায় আমরা বদ্ধ পরিকর” স্লোগানে পানছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ আঞ্চলিক শাখা ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম পানছড়ি শাখার উদ্যোগে চাকসু নির্বাচনে বিজয়ী মনসা ত্রিপুরাকে সংবর্ধনা প্রদান ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি কার্যালয়ে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার সভাপতি ভুবন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ ,আঞ্চলিক শাখার সভাপতি বাদশা কুমার ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মধ্যে ত্রিপুরা সহ কয়েকটি জাতি রয়েছে।আধুনিক যুগে আমরা শিক্ষা প্রযুক্তি থেকে পিছিয়ে পরেছি। অনগ্রসর জাতিকে অগ্রসর করতে লেখাপড়া করে সুশিক্ষিত হতে হবে। এখনো আমাদের শিশু কিশোরেরা স্কুলে না গিয়ে বনে কাঠ আনতে যায়, গরু চড়ায়। আমাদের ছেলেমেয়েরা ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক হলে নিজ মাতৃভাষায় নিজেদের উন্নয়ন করা সম্ভব।
চাকসু-র সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়া মনসা ত্রিপুরা বলেন, আমি দুর্গম পাড়াগাঁ বড় মুড়া থেকে প্রাইমারি পাশ করে ৫/৬ কিলোমিটার পায়ে হেটে এসে মাধ্যমিকে পড়েছি। আজ সকলের আর্শিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেয়েছি। এ সময় ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে বলেন, আমার মতো আপনারাও বিশ্ববিদ্যালয়ে আসন। ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে মনযোগ সহকারে লেখাপড়া করলে ভালো রেজাল্ট করা সম্ভব।একই সাথে নিজ সম্প্রদায় ও জাতির উন্নয়নে কাজ করা সম্ভব হবে।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ত্রিপুরা সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী সহ বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ, পানছড়ি আঞ্চলিক শাখা সাধারণ সম্পাদক অপুর্ব ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক দেব মিত্র ত্রিপুরা, কোষাধ্যক্ষ শিবুজয় ত্রিপুরা,কুসুম বিকাশ ত্রিপুরা,অতুল ক্রিপুরা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




