অপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি

ডেক্স নিউজ :
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি বাসটার্মিনাল এলাকা থেকে অবৈধ ভাবে কাটা গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৬০ ঘনফুট কাঠ জব্দ করেন।

বিজিবি সুত্র জানায়, জব্দকৃত কাঠ সমূহ বন বিভাগে হস্তান্তর প্রক্রিয়া চলমান। বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ , চোরাচালান রোধে বিজিবি-র নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।

এলাকাবাসীরা জানায়, পাহাড়ে অবৈধ ভাবে বন উজার প্রক্রিয়া বন্ধে বিজিবি- র এমন উদ্যোগ প্রসংশনীয়।

Related Articles

Back to top button