পানছড়িতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি:
আন্তর্জাতিক অভিবাসী দিবস–২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা প্রবাসীদের অধিকার সংরক্ষণ, নিরাপদ অভিবাসন এবং দক্ষ জনশক্তি রপ্তানিতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা জানান, প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন হলে প্রবাসীদের জীবনমান আরও উন্নত হবে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।




