Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে ৩ বিজিবি

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ(৩ বিজিবি) লোগাং জোন।

 

 

৬ সেপ্টেম্বর ২০২৫ , শনিবার বিকালে উপজেলার ফাতেমা নগর এলাকা হতে থেকে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৬০ ঘনফুট কাঠ জব্দ করেন।

 

 

বিজিবি সুত্র জানায় , জব্দকৃত কাঠ সমূহ বন বিভাগে হস্তান্তর প্রক্রিয়া চলমান। অবৈধ অনুপ্রবেশ , চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।

Related Articles

Back to top button