পানছড়িতে “অফিসের জন্য সাইবার সুরক্ষা সেরা অনুশীলন” শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : ৩০ জুন ২০২৫, সোমবার।
খাগড়াছড়ি জেলার পানছড়িতে ” অফিসের জন্য সাইবার সুরক্ষা সেরা অনুশীলন” (Cyber security Best Practice for Office)- শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন ২০২৫, সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরিন প্রশিক্ষনের উদ্ভোধন করেন।
সাইবার অপরাধ বা কম্পিউটার অপরাধ এমন একটি অপরাধ যা কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্কিত। প্রশিক্ষনে আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে, অপরাধ মূলক অভিপ্রায়ে কোন ব্যক্তি বা ব্যক্তি বর্গের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে সম্মানহানি, কিংবা সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক বা মানসিক ক্ষতি , হ্যাকিং, কপিরাইট লঙ্ঘন, শিশু পর্নোগ্রাফির মতো অপরাধগুলো সম্পর্কে ধারণা প্রদান, অফিসিয়াল কম্পিউটার ও মেইল এর গোপন পাসওয়ার্ড হ্যাক না হওয়ার জন্য গোপন রাখা, অযাচিত লিংকে প্রবেশ না করা সহ সাইবার সুরক্ষার জন্য করণীয় ও এসব নিরসনে জনসচেতনতা বৃদ্ধি করনের লক্ষে ও প্রতিকার বিষয়ে করনীয় সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শণ করে আলোচনা করা হয়। ।
উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন বলেন, আমাদের দেশে সাইবার অপরাধের শিকার বেশির ভাগ ভিক্টিমই অপরাধীদের আইনের আওতায় আনে না। নারী-পুরুষ উভয়েরই সাইবার সিকিউরিটি আইন সম্পর্কে জানা শোনা কম থাকায় এবং আইনের সহযোগিতা নেবার মাধ্যম না জানা থাকায় অভিযোগ করে না। এর ফলে অপরাধীরা পার পেয়ে যায় এবং নতুন করে এ ধরনের অপরাধ করতে উদ্বুদ্ধ হয়। তাই এর প্রতিকারে অপরাধ সংঘটনের পর এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো দরকার। কেউ অপরাধের শিকার হলে নিকটস্থ থানায় অভিযোগ করতে পারেন।এ ছাড়াও ‘Police Cyber Support for Women PCSW’ নামক ফেসবুক পেইজে মেসেজ দিয়ে অভিযোগ জানাতে পারেন।
অনুষ্ঠানে উপজেলা আইসিটি অফিসার বাবলী খীসা’র সভাপতিত্বে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, আবাসিক প্রকৌশলী আহসান উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা শামছুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন , আনসার ভিডিপি অফিসার কাজী আকাশ, প্রাথমিক শিক্ষক ট্রেনিং অফিসার নুরুল করিম, ফরেস্টার আব্দুল লতিফ, ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈষ্ণব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি সহ প্রশাসনিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।