Breakingদুর্ঘটনাসারাদেশ

পাটুরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীসহ ফেরিডুবি …আজ উদ্ধার হবে না

স্টাফ রিপোর্টার , মানিকগঞ্জ :
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের অনতিদূরে কাভার্ড ভ্যান ও স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে একটি ফেরি ডুবির ঘটনা ঘটেছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

 

 

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার কিছুক্ষণ আগে পাটুরিয়া ৫ নং ফেরিঘাটের কাছে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামক একটি ইউটিলিটি ফেরি ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক নিয়ে ডুবে গেছে । ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা আজ উদ্ধার করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ ।

 

 

 

ডিজিএম জানান, ঘনকুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা পদ্মায় ডুবে যায়। ফেরি মাষ্টারের সহায়ক হুমায়ূন কবির এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

উদ্ধারকারী জাহাজ হামজা এনে রজনীগন্ধা উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আগামীকাল দুপুর নাগাদ উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এলে এটি উদ্ধার করা সম্ভব হবে।ফেরিটির ফিটনেস ছিল কিনা জানতে চাইলে তিনি উত্তর এড়িয়ে যান।

 

ফেরিতে অবস্থানরত ট্রাকের চালক নাজৃুল হোসেন জানান, ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে রাত সোয়া ১২টার দিকে ১০ টি কাভার্ড ভ্যান ও ১০ জন যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু ঘনকুয়াশার কারণে ফেরিটি পাটুরিয়াঘাটের অনতিদূরে নোঙর করে রাখে। সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ফেরিটি আস্তে আস্তে ডুবে যায়। ফেরি কর্তৃপক্ষ একটু সচেতন হলে এই দুর্ঘটনা নাও ঘটতে পারতো। ফেরিতে কোন বাল্কহেড ধাক্কা দেয়নি। ফেরির তলায় ফুটো থাকার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করছেন।

 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমান জানান, রাত থেকেই এ নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

 

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর জানা যাবে ফেরি ডুবির মূল কারণ।

 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমান জানান, রাত থেকেই এ নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button