Breakingঅপরাধসারাদেশ

পাংশায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ভ্রাম্যমান আদালতে জারিমানা

পাংশা , রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামে মোবাইল কোর্টে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী অনুমোদন বিহীন ‘সায়মা আইসরবো’ নামক ফ্যাক্টরীর মালিক লাল মিয়াকে ১লাখ টাকা জারিমানা করা হয়েছে।

 

 

১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার দুপুরে অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

এ সময় রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও পুলিশের একটি দল উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করে।

 

রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান জানান, লাল মিয়ার মালিকানাধীন অনুমোদন বিহীন সায়মা আইসরবো ফ্যাক্টরীতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩, ৩২ (ক), ৩৩ ও ৩৯ ধারা লঙ্ঘনের অপরাধে ৩৯ ধারায় ১লাখ টাকা জরিমানা করা হয়। উল্লেখিত ফ্যাক্টরীতে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ অনুসারে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণে শিশু খাদ্য উৎপাদনে বিএসটিআইয়ের লাইসেন্স নাই। এছাড়া শিশু খাদ্য উৎপাদনে নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়কে শিশু খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতকরণ, আমদানীকারকের তথ্যবিহীন ফ্লেভার ও রংয়ের ব্যবহার, উৎপাদনের তারিখেরও পরের তারিখ উৎপাদন তারিখ হিসেবে প্রদান করা হয়। অভিযান শেষে ফ্যাক্টরীতে উৎপাদিত সকল শিশু খাদ্য ও নিষিদ্ধ ক্ষতিকর রাসায়সিক দ্রব্য জব্দ ও বিনষ্ট করা হয়।

Related Articles

Back to top button