Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

পাঁচ দফা দাবিতে খাগড়াছড়ি তে  ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল 

খাগড়াছড়ি প্রতিনিধি:

কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে হাফেজ মাওলানা মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

 

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র শান্তিপূর্ণ রাজনৈতিক সংগঠন, যারা ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে।

 

এই সময় বক্তারা বলেন, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করন। জুলাই সনদের  আইনী ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে পিআর পদ্ধতিতে আগামীর জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে।

 

 

 

বিশেষ ট্রাইব্যুনালে ক্যাসিনো কেলেঙ্কারির দায়ীদের বিচার কার্যক্রম নিঃশর্তভাবে সম্পন্ন করতে হবে।

 

 

বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও ইসলামি শাসন প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল থাকবে।

 

এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ, ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, এবং জেলার আওতাধীন সকল উপজেলা শাখার সভাপতি ও সম্পাদকবৃন্দ।

Related Articles

Back to top button