Breakingচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পরীক্ষা মূলক বিদ‍্যুৎ গেল কুতুবদিয়ার ১২‘শ গ্রাহকের ঘরে

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কুতুবদিয়া ,কক্সবাজার  :
৫ দশকের অপেক্ষার পর জাতীয় গ্রীডের বিদ‍্যুৎ গেল কুতুবদিয়ায়। প্রাথমিক ট্রায়ালে নেভাল ক্যাবলের মাধ্যমে বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা র্পযন্ত বিদ‍্যুৎ সরবরাহ দিয়ে সরকারের যুগান্তকারী “শেখ হাসনিার উদ্যোগ-ঘরে ঘরে বিদ‍্যুৎ“ বাস্তবায়ন হলো।

 

উপজেলা সদরে ১২‘শ গ্রাহকের মিটারে বিদ‍্যুৎ সরবরাহ শুরু হলে খুশিতে নানা আবেগ প্রকাশ করতে থাকে দ্বীপের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিমিষেই ভাইরাল হয়ে যায় সাগর কন্যা কুতুবদিয়ায় বিদ‍্যুৎ সরবরাহের খবরটি।

 

২০২১-২২ র্অথ বছরে পেকুয়ার মগনামা থেকে আড়াই কিলোমিটার চ্যানেল পাড়ি দিয়ে ডাবল লাইনে (ইন্টারনেট সহ) সমুদ্রের তলদেশে মাটির ৭ ফুট নীচে নেভাল ক্যাবল স্থাপন করে বড়ঘোপ মিয়ারঘোনায় সাব-স্টেশন । আভ্যন্তরীন লাইন সংযোগে বিভিন্ন অসংখ্য গাছ র্কতন সহ পিলার বসানো হয়। শতভাগ সরবরাহ নিশ্চিত করতে যদিও এখনো প্রায় ১০ ভাগ কাজ বাকি রয়েছে। উপজলো সদরে পরীক্ষামূলক বিদ‍্যুৎ সরবরাহ চালু করছে প্রকল্পটি।

 

১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার বিদ্যুৎ সরবারাহ সরজমিনে তদারকি করতে কুতুবদয়িা-মহশেখালীর এমপি আলহাজ আশেক উল্লাহ রফিক আসেন । তিনি বরেন, র্বতমান আওয়ামীলীগ সরকার প্রধান মাননীয় প্রধান মন্ত্রীর উদ্যোগ- ঘরে ঘরে বিদ্যুৎ , নির্বানী ইস্তেহার বাস্তবায়ন করে যাচ্ছেন। এটি দ্বীপ বাসির জন্য অত্যন্ত গুরুত্বর্পূণ উন্নয়ন।

 

হাতিয়া দ্বীপ, নিঝুমদ্বীপ ও কুতুবদিয়া দ্বীপে শতভাগ বিদ্যুৎ সরবরাহে গৃহীত ৪‘শ কোটি টাকার প্রকল্প কাজের পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ বলেন,কুতুবদয়িায় অভ্যন্তরীন লাইন সংযোগে অধিক সংখ্যক গাছ কাটার প্রয়োজনীতায় কাজের কিছুটা ধীরগতি জয়েছে। তবে আগামী দেড় মাসের মধ্যে সংযোগে শতভাগ সরবরাহ নিশ্চিত করনে আশা ব্যক্ত করেন।

 

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ,সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের, কুতুবদিয়া বিউবোর আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত উপস্থিত ছিলেন ।

 

Related Articles

Back to top button