নৌকায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার
চেঙ্গী দর্পন প্রতিবেদক, সীতাকুণ্ড ,চট্টগ্রাম :
নৌকায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাংসদ দিদারুল আলম।
১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের সিটি গেট এলাকায় নিজ বাসভবনে সাংবাদিক সন্মেলনে তিনি একথা জানান।
সাংসদ দিদারুল আলম বলেন, এই সীতাকুণ্ডে অনেক শুভাকাংখী আছে আমার। তাদের মধ্যে ভাই বন্ধু কেউ আমার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। দেশের সার্বিক পরিস্থিতিতে এই মনোনয়ন দাখিল করলে ও প্রকৃত পক্ষে আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বা নৌকার বাইরে গিয়ে নির্বাচন করব না।
সাংসদ দিদারুল আলম আরো বলেন,আমি সীতাকুণ্ডের জন্য অনেক কাজ করেছি। অনেক উন্নয়ন করেছি। এম পি না থাকলেও ব্যক্তিগত পক্ষ থেকে সমাজ সেবা করে যাবো আমি। সবার জন্য আমার অফিস দরজা খোলা থাকবে। তবে আগামীতে আবারো কখনো হয়ত এলাকার প্রয়োজনে মনোনয়ন চাইতেও পারি। তিনি এলাকাবাসীর কাছে দোয়ার পাশাপাশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের কর্মকর্তা মো.জসীম উদ্দিন ও সাংবাদিক নেতৃবৃন্দ।