নোয়াখালীতে কঠোর লকডাউন চলছে, নতুন আক্রান্ত ৫২
চেঙ্গী দর্পন প্রতিবেদক, নোয়াখালী: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী আটদিনের কঠোর লকডাউনের প্রথম দিনে নোয়াখালীর অধিকাংশ সড়ক ফাঁকা রয়েছে। বন্ধ আছে দোকান-পাট ও শপিংমলগুলো।
বুধবার ভোর ৬টা থেকে জনগনকে সচেতন করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চালাচ্ছে জনসচেতনামূলক প্রচারণা।
এদিকে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫২ জন।
বুধবার ভোর থেকে বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ছোটখাট যানবাহন চলাচল করলেও বেলা বাড়ার সাথে সাথে প্রশাসনের তৎপরতায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা শহরসহ বিভিন্ন বাজারে দোকান-পাট বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, জেলায় সর্বাত্বক লকডাউন বাস্তবায়নে জেলার নয়টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সাতজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।