Breakingঅপরাধসারাদেশ

নোয়াখালীতে আইন অমান্য করে গড়ে ওঠা ইটভাটাকে জরিমানা

স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
নোয়াখালী সদর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯- এর ৫(২) ধারা লংঘন করে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা নামের এক ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

 

সোমবার সন্ধ্যায় উপজেলার চরমটুয়া ইউনিয়নের নেওয়াজের ডগি গ্রামের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নোয়াখালী ‘মেসার্স মালেক ব্রিকস’ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় ওই ইটভাটার মালিকপক্ষকে ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান। এ সময় পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক তানজির তারেক উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় নোয়াখালী জেলা আনসার সদস্যগণ সহযোগিতা করেন।

 

পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক তানজির তারেক ভ্রাম্যমান আদালত পরিচালনায় জরিমানা ধার্যপূর্বক আদায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় পরিবেশ নিয়ন্ত্রণে আইন অমান্য করে গড়ে ওঠা ইটভাটা ও পরিবেশের সঙ্গে সংশ্লিষ্ট সবধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button