Breakingসারাদেশ

নোয়াখালী প্রেসক্লাবে নবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
নোয়াখালী প্রেসক্লাবে নবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার  সন্ধ্যায় প্রেসক্লাবের বীর মুক্তিযোদ্ধা সহিদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে দৈনিক সংগ্রাম এই আলোচনা সভার আয়োজন করে।

 

আলোচনা সভায় দৈনিক সংগ্রাম নোয়াখালী জেলা সংবাদদাতা ডাঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা উপদেষ্টা শিক্ষাবিদ ইসহাক খোন্দকার (বিএসসি)।

 

দৈনিক সংগ্রাম সদর উপজেলা সংবাদদাতা মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডঃ মুহাম্মদ আমীনুল্লাহ।

 

আলোচনা সভায় হযরত মোহাম্মদ (সাঃ) জীবনী নিয়ে বক্তব্য রাখেন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, দৈনিক সফল বার্তার সম্পাদক লিয়াকত আলী খান, ৭১ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি সাইফুল্ল্যাহ কামরুল।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদ পারভেজ, শাহ এমরান মোঃ ওসমান সুজন, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ.আর আজাদ সোহেল, কোষাধ্যক্ষ আলা উদ্দিন শিবলু প্রমূখ।

Related Articles

Back to top button