নৈতিক শিক্ষা জোরদারে পানছড়িতে বিক্রেতা বিহীন সততা স্টোর

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার চর্চা জোরদার করতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির অর্থায়নে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকালে পানছড়ি বাজারস্থ সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সততা স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়েছে। এখানে পণ্য ক্রয় ও মূল্য পরিশোধ সংক্রান্ত নির্দেশনা সহ দুটি তালিকা থাকলেও কোনো বিক্রেতা নেই। শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় পণ্য নিয়ে নির্ধারিত খাতায় পণ্যের বিবরণ লিখে পাশে রাখা নির্ধারিত বক্সে মূল্য পরিশোধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির উপ-সহকারী পরিচালক মোঃ সরোয়ার হোসেন। তিনি বলেন,“একটি সৎ, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সততার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে দুর্নীতি বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করতেই বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আগামী প্রজন্মকে সৎ ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে শিক্ষার প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে কোমলমতি শিক্ষার্থীদের জন্য ‘সততা স্টোর’ একটি সহজ, কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। আয়োজকদের আশা, এই সততা স্টোর থেকে সততার আলো ধীরে ধীরে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে এবং একদিন একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।




