Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ
নানিয়ারচরে শিক্ষার্থীদের কৃতিত্বের ভিত্তিতে পুরস্কার বিতরণ

নানিয়ারচর, রাঙ্গামাটি প্রতিনিধি :
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি এডুকেশন (এসইডিপি) প্রকল্পের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই ২০২৫ ,সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস, রাঙ্গামাটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা ও সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা(অ.দা) সরিৎ কুমার চাকমা।
অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কৃতিত্বের ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজনে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।