Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

নানিয়ারচরে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচির সভা অনুষ্ঠিত

নানিয়ারচর , রাঙ্গামাটি প্রতিনিধি :
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর ক্রিয়া প্রকল্প কতৃর্ক বাস্তবায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি” প্রকল্পের আওতায় নানিয়ারচর উপজেলায় কমিউনিটি স্কোর কার্ড ও ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৫ আগস্ট সোমবার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ও সাবেক্ষ্যং ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, কার্বারী সুশান্তি তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রিয়া প্রকল্পের কর্মীবৃন্দ।

 

সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগোষ্ঠী ও সরকারি সেবাদাতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সমস্যা চিহ্নিত হওয়ার পাশাপাশি সমাধানের পথও সহজ হয়ে উঠছে।

 

 

জনসাধারণরা জানান,আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর বরাতে অত্র উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী কৃষি ও প্রানীসম্পদ কর্মকর্তাদের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। এতে তারা কৃষি, প্রাণিসম্পদ ও জীবিকা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন, যা তাদের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও এই কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Related Articles

Back to top button