
কুমিল্লা :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির শিহর গ্রামের সাপ ধরায় ২০ বছরের অভিজ্ঞ আব্দুল মন্নান (মনা) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
২০ জুলাই ২০২৫, রবিবার সকালে উপজেলার মৌকরা ইউপির মোড়েশ্বর গ্রামে সাপ ধরতে গেলে বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়।
নিহত সাপুড়ে আব্দুল মান্নান (মনা) শিহর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মন্নান দীর্ঘ ২০-২৫ বছর যাবত সাপুড়ের কাজ করে আসছে। রবিবার সকালে মৌকরা ইউপির মোড়েশ্বর গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে সাপ ধরতে গেলে সেখানে বিষধর সাপ তাকে কামড় দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর অ্যন্টিভেনম ভ্যাকসিন প্রয়োগ করা হয় এবং ততক্ষণে তার পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।