খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

নয় মাইলে কম্পিউটার-আসবাব পেল শিক্ষার্থীরা

দূরপ্রান্তে শিক্ষার আলো

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং শিক্ষা উপকরণ বিতরণকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হিরন্ময় স্মৃতি পাঠাগার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডেস্কটপ কম্পিউটার, বেঞ্চ, চেয়ার ও টেবিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি সূর্যব্রত ত্রিপুরা।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, উদ্যোক্তা কমিটির সভাপতি কৃষ্ণ কিশোর ত্রিপুরা, সমাজকর্মী সোহেল ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক লাইফশ্রী ত্রিপুরা।

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন,“প্রত্যন্ত অঞ্চলে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠা স্থানীয় শিক্ষিত মানুষের বড় অর্জন। নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয় শুধু পাঠদান নয়, একটি আলোকিত সমাজ গঠনে কাজ করছে।”

 

 

বক্তারা আরও বলেন,“আজকের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা সুবিধা পাচ্ছে, যা সময়ের বড় অর্জন। এই সুযোগকে কাজে লাগিয়ে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার বিকল্প নেই।”

 

শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে বলেন, “শুধু পরীক্ষার ফল নয়, প্রকৃত শিক্ষা হলো চরিত্র, চিন্তা-চেতনা ও মানবিকতা বিকাশের মাধ্যম।”

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ধনেশ্বর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়।

Related Articles

Back to top button