Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

নবীনগরে ড্রেজার মেশিন অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, নবীনগর ,ব্রাহ্মণবাড়িয়া : জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের পশ্চিম পাড়ায় অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মেশিন আটক করে অকেজো করে দিয়েছে।

বৃহস্পতিবার ৪ আগস্ট ২০২২ দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় নবীনগর থানা পুলিশের এএসআই কাওছার হামিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।

জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের জামাল মিয়ার ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের মহোৎসব চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে অভিযানে গেলে মাটি কাটার মেশিন ফেলে ড্রেজারের মালিক দৌড়ে পালিয়ে যায় । পরে ড্রেজার মেশিনসহ ড্রেজারের পাইপ অকেজো করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, আটককৃত মালামাল নবী নগর থানা ও বিদ্যাকুট ইউনিয়ন ভূমি অফিসের তত্ত্বাবধানে জিম্মায় রাখা আছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button