চেঙ্গী দর্পন প্রতিবেদক, ধোবাউড়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কমলপুর গ্রামে বজ্রপাতে একমাত্র থাকার ঘরটি পুড়ে ছাই, একটি গরু ও চারটি ছাগলের মৃত্যু এবং দুই জন আহত হয়েছে।
উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টায় বজ্রপাতে চায়ের দোকানদার আঃ মন্নানের একমাত্র বসতঘরটি পুড়ে যায়। এসময় সাথে একটি গরু ৪ টি ছাগল ও প্রায় ২০ টি হাঁস মারা গেছে। ঘরের জাবতীয় জিনিসপত্র এমনকি ট্রাংকে থাকা জমির দলিল পত্র সহ শেষ সম্ভল হিসেবে গচ্ছিত চল্লিশ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। আঃ মন্নানের মা ছেলে ২ জনকে আহত অবস্থায় ধোবাউড়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে কথা বল্লে ইউপি চেয়ারম্যান ফজলুল হক বলেন আমি খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে খোঁজ খবর নিয়েছি , এছাড়াও এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যানের সাথে পরামর্শ করে দেখি এই অসহায় পরিবারটির জন্য কি করা যায়।