Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি ,চট্টগ্রাম  :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।

 

২৯ নভেম্বর ২০২৩ , বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের। সচিব বরাবরে তিনি পদত্যাগ পত্র জমা দেন ৷

 

অন্যদিকে, আবু তৈয়ব উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এমন খবর ফটিকছড়িজুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

 

উল্লেখ্য, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। তবে, এ আসনের সংসদ সদস্য তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী৷ জোটগত ভাবে নির্বাচনের সিদ্ধান্ত হলে ছাড় দিতে হতে পারে সনিকে।

Related Articles

Back to top button