দেশের মাটি রক্ষা করা ঈমানী দায়িত্ব – পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন শনিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ কথা জানান।
তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি অমূল্য রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত। এই ভূমির প্রতিটি ইঞ্চি মাটি শুধু ভৌগোলিক সীমানা নয়, বরং আমাদের পরিচয়, মর্যাদা ও স্বাধীনতার প্রতীক। আজ যখন পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে, তখন আমাদের বুঝতে হবে এটা কেবল একটি ভেতরের ষড়যন্ত্র নয়; বরং অদৃশ্য পরাশক্তির কূটচালও এর সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, আমাদের পূর্বপুরুষেরা জান-মালের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেই এই দেশকে স্বাধীন করেছেন। তাই এই মাটির হেফাজত করা শুধু নাগরিক দায়িত্ব নয়, বরং ঈমানী দায়িত্ব। আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভেদের বীজ বপনকারীদের প্রতিহত করতে হবে।
মাওলানা নাছির উদ্দীন দেশের প্রতিটি নাগরিককে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহবান জানিয়ে বলেন, “মিথ্যা প্রচারণা, ষড়যন্ত্র ও বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করা মানেই ঈমান রক্ষা করা।
একই সাথে তিনি জাতীয় স্বার্থবিরোধী যেকোনো অপচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করতে সরকারের প্রতি আহবান জানান।