Breakingআন্তর্জাতিকচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বিশেষ বিবেচনায়’ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গেছে দুই হাজার ৮০০ কেজি ইলিশ মাছ। মঙ্গলবার বিকেলে দুটি পিক আপ ভ্যানে করে এসব মাছ রপ্তানি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছগুলো রপ্তানি করে ঢাকার যাত্রাবাড়ির ‘ফিস বাজার’ নামে একটি প্রতিষ্ঠান। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিলেন মেসার্স খলিফা এন্টার প্রাইজ। প্রতি কেজি ১০ ডলার দামে এই মাছ রপ্তানি করা হয়। ১১২ কার্টুনের প্রতিটিতে ২৫ কেজি করে মাছ ছিলো।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি মো. মনির হোসেন বাবুল বলেন, ‘পূজার উপলক্ষে বিশেষ অনুমতি সাপেক্ষে ইলিশ রপ্তানি হচ্ছে। এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।’

খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি শাহনেওয়াজ মিয়া শানু বলেন, ‘কয়েকটি প্রতিষ্ঠান ৫০ টন করে মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এরই আলোকে এ বন্দর দিয়ে ইলিশ রপ্তানি করা হলো।

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান চৌধুরী জানান, পুজা উপলক্ষে এ বন্দর দিয়ে ইলিশ রপ্তানি হয়েছে। আরো কোনো প্রতিষ্ঠান মাছ রপ্তানি করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Back to top button