Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

দুর্গম পাহাড়ে শীতের উষ্ণতা ছড়াল সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
বিজয়ের মাসে মানবিক সহায়তার অংশ হিসেবে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি ম্যাজেস্টিক টাইগার্স) তত্ত্বাবধানে বাকলাইপাড়া সেনা সাবজোনের উদ্যোগে প্রাতা পাড়ায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১০টি পাড়ার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

 

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকলাইপাড়া সেনা সাবজোনের সাবজোন কমান্ডার কে. এম. নজরুল ইসলাম, আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)সহ সামরিক ও বেসামরিক পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দা পারকেল বম বলেন, “সেনাবাহিনীর নিয়মিত সহযোগিতায় আমরা পরিবার-পরিজন নিয়ে নিরাপদ ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি।”

 

প্রধান অতিথির বক্তব্যে মেজর মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “সেনাবাহিনী অতীতেও সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও লুটতরাজসহ পাহাড়ে শান্তি বিনষ্টকারী সব অপতৎপরতা প্রতিহত করতে সেনাবাহিনী সদা প্রস্তুত।”

Related Articles

Check Also
Close
Back to top button