Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে কাপ্তাই ৪১ বিজিবি

কাপ্তাই,রাঙামাটি প্রতিনিধি :
শীত মৌসুমে মানবিক সহায়তা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে দুর্গম পার্বত্য এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

রবিবার (১১ জানুয়ারি) কাপ্তাই ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় রাঙামাটির জুরাছড়ি উপজেলার আওতাধীন অদয়াবাবছড়া, পানকাটা, কচুতলী ও জামাইছড়ী এলাকায় বসবাসরত অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

 

শীতের তীব্রতায় কষ্ট লাঘবের লক্ষ্যে পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ উপস্থিত থেকে প্রত্যন্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন পার্বত্য অঞ্চলের মোট ১৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

 

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী বলেন, কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন সময় মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

 

তিনি আরও বলেন, মানবিক সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্গম পার্বত্য অঞ্চলে শীতের তীব্রতা তুলনামূলক বেশি হওয়ায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।

 

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

Related Articles

Back to top button