দুর্গম তিন্দুতে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দুতে দুইদিন ব্যাপী বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল ও বুধবার ১১- ১২ ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী তিন্দু বাজার প্রাঙ্গনের এ সেবা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের প্রধান কার্যালয় চট্টগ্রামের গবেষক ও পরামর্শক মো: ওমর ফারুক বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা ক্যাম্প শুভ উদ্বোধন করেন।
সোস্যাল ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনিসিয়িটিভ ফর পুর ভিলেজার ইন থানচি উপজেলা প্রকল্পের আওতায় বলিপাড়া নারী কল্যান সমিতি বাস্তবায়নের বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের অর্থায়নের বিএনকেএস এর উপ- পরিচালক উবানু মারমা সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের বিএসআরএমের প্রকল্প পরিদর্শক মো: আরিফুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, বিএনকেএস এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভানুসিয়াম বম, প্রকল্প কো- অর্ডিনেটর চিকো চাক, বিএনকেএস এর পেরামেডিক্স ডা: উবাথোয়াই মারমা, সাব এ্যসিস্টেন কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মেথোয়াই মারমা চিকিৎসা সেবা প্রদান করেন এবং উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড চট্টগ্রাম কর্তৃপক্ষ বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলার প্রায় শতাধিক কাজুবাদাম চাষীদের গ্রামে ১০ হাজার চাষীদের মেধাবী শিক্ষার্থীদের সম্পশর প্রদান,স্বাস্থ্য সুরক্ষার জন্য বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প স্থাপন,স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানিয় জলের জন্য জিএসএফ পাইপের মাধ্যমে পানির উত্তোলন ও সংরক্ষনের ব্যবস্থা, কাজু বাদাম চাষীদের গ্রুপ করে ব্যাংক একান্টের মাধ্যমে বিনা সুদের ঋনের ব্যবস্থা, এবং কাজু বাদাম সংরক্ষণ, বিক্রয় বিপণন ব্যবস্থা করা হয়েছে।