দুর্গম এলাকায় ৩ বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রম চলমান

খাগড়াছড়ি প্রতিনিধি :
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে দুর্গম এলাকায় জনকল্যাণ মূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) উপস্থিত থেকে মধ্যনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা এবং পূর্ব দমদম মদিনাতুল উলুম ইসলামিক একাডেমি মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় প্রায় ১২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে পাঠ্যবই, বিভিন্ন শিক্ষা উপকরণ, বুক সেলফ এবং খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।”
এর আগে বুধবার (১৪ জানুয়ারি) লোগাং তারাবন ও লোগাং বাজার মাদ্রাসাসহ স্থানীয় গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শিক্ষা সামগ্রী, নগদ অর্থ ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, মাদ্রাসা শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবি ও লোগাং জোনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।




