দাউদকান্দিতে ভূয়া ডাক্তারের চেম্বার সিলগালা
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,দাউদকান্দি , কুমিল্লা :
কুমিল্লার দাউদ কান্দিতে ভুয়া ডাক্তার মো. বিল্লাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করা হয়।
২০ জুন ২০২৩ মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান । এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান ।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বিল্লাল হোসেন ভূয়া ডিগ্রী ও নিবন্ধন ব্যবহার করে চিকিৎসা সেবার নামে দীর্ঘদিন প্রতারণা করে আসছে।
একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি কর্তৃক নিবন্ধিত থাকতে হয়, বিল্লাল বিএমডিসি’র কোনো নিবন্ধন দেখাতে পারেনি। তাই অপচিকিৎসার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেয়া হয়। এর আগে গত বছর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এ জন্য এবার ডাবল জরিমানা করা হয়েছে। আর আমাদের এ অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরে ভুয়া ডাক্তার মো. বিল্লাল হোসেন পৌর সদরে নিজ নামে চেম্বার খুলে শিশু থেকে বিভিন্ন বয়সের রোগীর চিকিৎসা করতেন বলে জানা যায়।