দাউদকান্দিতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই
চেঙ্গী দর্পন প্রতিবেদক, দাউদকান্দি, কুমিল্লা : জেলার দাউদকান্দিতে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়।
১৮ নভেম্বর ২০২২ শুক্রবার দুপুরে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে নুরুল ইসলাম মিয়ার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুম্মার নামাজের আগে মার্কেট বন্ধ করে সবাই নামাজ পড়তে যায়। নামাজের পর হাওলাদার হার্ডওয়ার দোকানে হঠাৎ আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত হাওলাদার ইলেকট্রনিকস এন্ড হার্ডওয়ার দোকানের মালিক ফারুক হোসেন বলেন তার প্রায় ৩০ লাখ টাকার মালামাল, রঙধনু লাইব্রেরি ও কম্পিউটার প্রশিক্ষন সেন্টারের মালিক নুরুজ্জামানের পাঁচটি কম্পিউটার সহ আট লাখ টাকার মালামাল, ইসমাইল মিয়ার ওয়ার্কসপ ও নুরুল ইসলামের আইস ক্রিম কারখানা ও ধান ভাঙ্গানোর দোকানের প্রায় দশ লাখ টাকার মালামাল সম্পুর্ন পুড়ে গেছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাসেল আহম্মেদ জানান, ধারণা করা হচ্ছে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ।