Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনী

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি , খাগড়াছড়ি :

ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। এই আনন্দকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে খাগড়াছড়ি রিজিয়ন এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন।

১৯ এপ্রিল ২০২৩ বুধবার সকালে পানছড়ি সেনা সাব জোন মাঠে তিন শতাধিক স্থানীয় লোকজনের মাঝে ঈদ শুভেচ্ছা সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ।

 

এ সময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত,পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ ,ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আহির উদ্দিন , পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব সহ উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।


রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, “ সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূলমন্ত্রে দিক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী “ সকল প্রকার দূর্যোগ ও সু-সময়ে দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব উদ্যোগে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দরিদ্র মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করবো এবং একে অপরকে সহায়তা করবো।

 

খাগড়াছড়ি রিজিয়নের ঈদ উপহার সামগ্রী পেয়ে স্থানীয় প্রতিবন্ধি আব্দুল খালেক বলেন, ঈদের আগ মুহুর্তে সেনা বাহিনীর এমন উদ্যোগ সত্যিই আমার মতো গরীবের জন্য অত্যন্ত আনন্দের।

Related Articles

Back to top button