থানচি-র মায়ানমার সীমান্ত সড়কের রেমাক্রী খালে উপর নব নির্মিত সেতু উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলা বাংলাদেশ মায়ানমার নির্মানাধীন সীমান্ত সড়কের রেমাক্রী খালে উপর নব নির্মিত সেতু শুভ উদ্বোধন করলেন-ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামসুল আলম (এনডিসি,পিএসসি)।
বুধবার(২৭ আগষ্ট) দুপুরে রেমাক্রী খালের উপর নব নির্মিত সেতু উদ্বোধন করেন। উদ্বোধন শেষের বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাইতন পাড়া ও শালোকিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন করেন। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রী উপহাড় তুলে দেন তিনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মানাধীন থানচি লিক্রি সীমান্ত সড়কের নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক লেঃ কর্ণেল নূর মোঃ সিদ্দিক সেলিম,পিএসসি।
৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামসুল আলম এনডিসি,পিএসসি বলেন, দুর্গম সীমান্তবর্তী এলাকার শিক্ষাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ।এ পর্যন্ত কাইতন পাড়া এবং শালোকিয়া পাড়া সর্বপ্রথম ২ টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। তাছাড়া আগামীতে কনস্ট্রাকশন কাজের ও এলাকায় স্থানীয়দের কাজ করতে সুযোগ দেয়া হবে এবং প্রয়োজনীয় কাজ ও শিখিয়ে দেবো।
তিনি আরো বলেন, পাহাড়ে জন নিরাপত্তা, আত্মসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ শান্তির পরিবেশ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের এ ধারা বজায় রাখার জন্য আমাদের এ নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশে সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য।