Breakingদুর্ঘটনাপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচির বলিবাজারে আগুনে পুড়ল ১৩টি দোকান

স্টাফ রিপোর্টার,বান্দরবান:
বান্দরবানে থানচির বলিপাড়া ইউনিয়নের বলিবাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে হঠাৎ লাগা আগুনে বাজারের অন্তত ১৩টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। দেড় বছরের ব্যবধানে এটি এলাকায় তৃতীয় বারের মতো বড় অগ্নিকাণ্ড।

 

 

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে আনুমানিক ২টার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান গুলোতে।

 

 

বাজার ব্যবসয়ী কমিটির সভাপতি অংসিংম্যা মারমা জানান, তখন রাত গভীর হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে বাজারে দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে থেকে হৈচৈ শব্দ শুনে দোকান থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে। টিটু দাশের রেস্টুরেন্ট ও জাফর আহম্মদের সারের মালিকানাধীন দোকানের মাঝখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

 

 

বাজারের পাশে পাড়ার (বাগান পাড়া) বাসিন্দা মংলুং মারমা জানান, হঠাৎ করে বাজার থেকে হৈচৈ শুনে ঘর থেকে বের হয়ে দেখি আকাশে আগুনের শিখা। দেখামাত্রই মোটরসাইকেল বের করে বাজাররের দিকেদৌড়ে চলে এসে দেখি তখনই আগুন জ্বলছে। আশপাশের এলাকার মানুষ আরও অনেকেই ছুটে এসে আগুনে নেভানোর চেষ্টা করে।

 

 

আগুনে ক্ষতিগ্রস্ত হ্লায়ইচিং মারমা নামে এক কাপড় ব্যবসায়ী বলেন, খুব দুর্ভাগ্য আমার। ২০২০ সালের ১০৯ টি দোকান এবং ২০২৩ সালেও একবার রাতে আগুণে পুড়ে প্রায় ৫০টি দোকান ভস্মীভূত হয়েছিলো। আজ আবারো পুড়লো। এবারও মালামাল সরানোর সুযোগ পেলাম না।

 

 

বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, আগুনের ঘটনা জানার পরপরেই বাজারে এসেছি। এলাকার মানুষের সাথে কথা বলেছি। আগুনে মোট ১৩টি দোকান পুড়ে গেছে। আমি সরেজমিসের ১৩ টি দোকানের প্রায় ৩ কোটি ৩৫ লক্ষাধিক মালমাল ও নগদ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এক একজনের ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

 

থানছি থানা ফায়ার স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ জানান, শনিবার দিবাগত রাতে সোয়া দুইটার দিকে বলিপাড়া বাজার হতে আমার মুঠোফোনের খবর দিলে মাত্র দেরী না করে দুইটি ইউনিট আগুন নিবানো ও উদ্ধার তৎপরতা চালাই। তৎক্ষনিকভাবে আমাদের অভিজ্ঞতা থেকে বিদ্যুৎতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাঠ হওয়ার সম্ভাবনা বেশী তবে তদন্ত করে জানান যাবে।

 

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদুল্লাহ -আল-ফয়সাল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ট্রেনিংগের ঢাকা আবস্থানের আছি কিন্তু বলিপাড়া বাজারে অগ্নিকান্ডে বিষয়ের সম্পুর্ন অবগত আছি প্রশাসন পক্ষ থেকে আজকের ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার,কম্বল বিতরণ করা হবে। এছাড়াও বান্দরবান জেলা প্রশাসক মহোদয়কে বিস্তারিত জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

Related Articles

Back to top button