পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে সমন্বয়ের অভাবে উন্নয়ন প্রকল্পে ওভারলেপিং

উপজেলা পরিষদ সভায় ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,বান্দরবান:
বান্দরবানে বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের অভাবে একই ধরনের কাজ একাধিকবার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি প্রয়োজনীয় উন্নয়ন ব্যাহত হচ্ছে।

 

 

বুধবার ( ২৪ ডিসেম্বর) সকালে থানচি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় জনপ্রতিনিধি ও দপ্তর প্রধানরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আবদুল্রাহ-আল-ফয়সাল।

 

 

বক্তারা বলেন, পূর্ব সমন্বয় ছাড়া আলাদাভাবে প্রকল্প গ্রহণ করায় কোথাও অতিরিক্ত কাজ হচ্ছে, আবার কোথাও জরুরি উন্নয়ন উপেক্ষিত থাকছে। তারা উন্নয়ন কার্যক্রম কার্যকর করতে নিয়মিত সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

ইউএনও জানান, ভবিষ্যতে প্রকল্প গ্রহণের আগে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জেলা প্রশাসকের মাধ্যমে নির্দেশনা দেওয়া হবে এবং চলমান প্রকল্প পর্যালোচনা করে ওভারলেপিং কমানো হবে।

 

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button