
থানচি,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলায় সড়কে চলন্ত গাড়ি হাত বাইরে রাখার সংঘর্ষে এক পর্যটকের গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি ) বিকেল আনুমানিক ৪টা সময়ে থানচি–বান্দরবান সড়কের বলিপাড়া ইউনিয়নের দিন্তে পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি শেখ জাহিদ হাসান (২৫) পিতা: হাসানুল আলী, দরগাহপুর, সাতক্ষীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানচিমুখী একটি টুরিস্টবাহী বি-সেভেন্টি গাড়ি এবং বান্দরবানমুখী অপর একটি বি-সেভেন্টি গাড়ি চলন্ত অবস্থায় কাছাকাছি অতিক্রম করার সময় আহত পর্যটক অসাবধানতাবশত গাড়ির বাইরে হাত বের করে রাখেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে ধাক্কা লেগে তার হাত গুরুতরভাবে জখম হয়।
আহত ব্যক্তিকে সফর সংগীরা দ্রুত উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । কর্তব্যরত চিকিৎসক সিনিয়র নার্স ঋতু চাকমা প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে রেফার করেন। আহতের অবস্থা আশঙ্কাজনক।




