Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

থানচিতে শীতার্থদের ঘরে কম্বল নিয়ে উপজেলা প্রশাসন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি, বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন মানবতার কল্যানের জন্য প্রচন্ড শীতের মাঝেও বসে নেই। অসহায়, হত দরিদ্র, শীতার্থদের পাশে দাড়ালেন। সম্প্রতি দুইদিন ব্যাপী উপজেলা সদরের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে পাহাড়ে শৈতপ্রবাহের বিভিন্ন অনাথ আশ্রম,পথচারী, কোমল মতি শিশুদের হোস্টেল সহ ঘরে ঘরে ঘুরে শীত বস্ত্র (কম্বল) প্রশাসনের উপহার হিসেবে গাঁয়ের তুলে দেয়া হয়েছে।

 

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অর্থায়নের মঙ্গল ও বুধবার(১৭-১৮ জানুয়ারী) গভীর রাত্রে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তা রুংনাই পাড়া শিশু সদন,ওয়াকচাকু পাড়ায়,বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হোষ্টেল,ছান্দাক পাড়া ও শাহাজাহান পাড়ায় সহ প্রায় ৩১৮ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেয়া হয়েছে।

 

ইউএনও মোহাম্মদ মামুন বলেন,সারা দেশের ন্যায় বান্দরবানের থানচি উপজেলার শৈতল প্রবাহের প্রচুর পরিমান শীত অসহায় হতদরিদ্র ও বিভিন্ন জায়গা থেকে পড়তে আসার কোমল মতি শিক্ষার্থীরা শীতের কস্ট পাচ্ছে। সুতারাং শীতার্থদের পাশ্বে দাঁড়ানো দায়িত্ব ও কর্তব্য।

 

কম্বল বিতরণ কালে সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উপজেলা প্রকৌশলী মো: এমদাদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: সুজন মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button