থানচিতে মাসিক সমন্বয় ও আইন শৃংঙ্খলা সভা অনুষ্ঠিত

থানচি,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলা মাসিক সমন্বয় ও আইন শৃংঙ্খলার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৯ জুলাই সকাল ১১ টা উপজেলা পরিষদের মিলনায়তনের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্রাহ – আল-ফয়সাল সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩৮ বিজিবি বরিপাড়া ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মো: জাকির হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, পশু সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুল ইসলাম, কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা,সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন,থানা উপপরিদর্শক হোসেন মাসুদসহ সরকারী বেসরকারী কর্মকর্তা, উপজেলা বিএনপি, জামায়াত, গণ সংহতি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, ছাত্র নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, জন প্রতিনিধি, এনজিও কর্মকর্তা,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতস্ফুর্ত অংশ গ্রহণ ও উপস্থিত ছিলেন।